ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ারের দর বৃদ্ধির শীর্ষ উঠে আসা কোম্পানি গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিশিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ৪৩ দশমিক ৫৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৫ লাখ ৭২ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের দর বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১৫ কোটি ১৫ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৩ লাখ ১৯ হাজার ৮০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের দর বেড়েছে ২৮ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১১২ কোটি ৩৫ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ কোটি ৪৭ লাখ ১ হাজার ২০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল, ইউনিয়ন ক্যাপিটাল, সিএপিএম আইবিবিএল ইসলমিক মিউচ্যুয়াল ফান্ড ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।
সানবিডি/এসআই/১২:৪০/৩/১০/২০