পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) স্থায়ী অফিস করার জন্য ৫০ লাখ টাকা দিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি)। আজ বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সংগঠনটির সভাপতি হাসান ইমাম রুবেলের হাতে চেক তুলে দেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিছুজ্জামান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন,ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি,সৈয়দ ফরিদুল ইসলাম, কোম্পানি সচিব তাহমিদুজ্জামান, ইউসিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রহমত পাশা, ইউসিবি ইনভেস্টমেন্টের সিইও তানজিম আলমগীর, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও রাশেদ হাসান, সিএমজেএফের সাধারণ সম্পাদক মনির হোসাইন, কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন ও নাজমুল ইসলাম ফারুক।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন