রায়ে সন্তুষ্ট বাবা, দ্রুত দণ্ড কার্যকরের দাবি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৪ ১২:৩০:০৮
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ১৬ আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা এ কে এম মুসা।
বৃহস্পতিবার সকালে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। এরপরই আদালত চত্বরে সাংবাদিকদের কাছে রায়ের প্রতিক্রিয়া দেন তিনি।
নুসরাতের বাবা বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। রায় যেন দ্রুত কার্যকর করা হয়। রায় কার্যকর হলে নুসরাতের আত্মা শান্তি পাবে।
এসময় তিনি তার পরিবারের নিরাপত্তা জোরদার করার আহ্বানও জানান।
সানবিডি/ঢাকা/এসএস