ক্যাসিনো ‘গুরু’ সেলিম ও লোকমানের বিরুদ্ধে দুদকের মামলা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-২৭ ১৫:৩৩:৫৬


দেশে অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধান ও বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ থেকে এই মামলা দায়ের করা হয়।

অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ জ্ঞাত-আয়বহির্ভূত টাকা ও সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় মামলায়। মামলার বাদী দুদকের উপ-পরিচালক গুলশান আরা প্রধান।

আর বিসিবি ডিরেক্টর ইনচার্জ ও মোহামেডান ক্যাসিনো কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক হওয়া লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ৪ কোটি ৩৪ লাখ টাকা ও সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ মামলার বাদী দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ।

এর আগে ২৫ সেপ্টেম্বর বিসিবি পরিচালক লোকমান হোসেনকে রাজধানী তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র‍্যাব। এ সময় তার বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। আর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ সেপ্টেম্বর ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে আটক করে পুলিশ।
সানবিডি/ঢাকা/এসএস