পদ্মা ব্যাংক-শিফট ফাইনানশিয়াল সার্ভিসেস এর মধ্যে চুক্তি স্বাক্ষর
সান বিডি ডেস্ক || প্রকাশ: ২০১৯-১২-০১ ১৭:২০:১৩ || আপডেট: ২০১৯-১২-০১ ১৭:২০:৪৯

যুক্তরাজ্য থেকে নিরাপদে ও দ্রুত টাকা আদান-প্রদানের জন্য বাংলাদেশে যাত্রা শুরু করল শিফট ফাইনানশিয়াল সার্ভিসেস লিমিটেড। পদ্মা ব্যাংক লিমিটেড এর হাত ধরে শুরু হলো এই আর্থিক পরিসেবার কার্যক্রম। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য, ইউরোপ,আমেরিকার প্রবাসী বাংলাদেশীরা সহজেই কম খরচে দ্রুততার সাথে রেমিট্যান্স লেনদেন করতে পারবেন। বিশ্বব্যাপী ৯০ টিরও বেশি দেশে প্রায় দেড় লক্ষেরও বেশি লোকেশনে অর্থ স্থানান্তর করে শিফট।
শনিবার (৩০ ডিসেম্বর) পদ্মা ব্যাংক লিমিটেড এর গুলশানস্থ হেড অফিসে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। পদ্মা ব্যাংক লিমিটেড এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহসান খসরু। আর শিফট ফাইনানশিয়াল সার্ভিসেস এর পক্ষে চুক্তিতে সই করেন পরিচালক মোহাম্মাদ ফাওজি মাহরাত।
পদ্মা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহসান খসরু বলেন, দেশের রেমিট্যান্স আদান প্রদানের ক্ষেত্রে নতুন বিপ্লব ঘটাবে পদ্মা ব্যাংক লিমিটেড। প্রবাসী বাংলাদেশীদের কষ্টার্জিত টাকা স্বজনদের কাছে নিরাপদে ও দ্রুত বুঝিয়ে দেয়ার কঠিন চ্যালেঞ্জ নিয়েছে চতুর্থ প্রজন্মের এই ব্যাংকটি। এবং এই অঙ্গীকারপুরন করতে বদ্ধ পরিকর পদ্মা ব্যাংক পরিবার। আমাদের গ্রাহকদের চাহিদা পূরণের জন্য আমরা বৈচিত্রপূর্ণ আর্থিক সেবা প্রদান করে থাকি।
এই সময় শিফট এর পরিচালক মাহরাত বলেন, বাংলাদেশে এতদিন অভিষেকের অপেক্ষায় ছিল যুক্তরাজ্যর তিন নম্বর টাকা লেনদেনের এই পরিসেবাটি। এখন যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশীদের টাকা আনা এবং নেয়ার ক্ষেত্রে কোন ঝামেলা পোহাতে হবেনা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংক এর উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী জারিয়াব ও মো. সাহাদাৎ হোসেন। এছাড়া রিকভারি বিভাগের প্রধান জনাব সাবিরুল ইসলাম চৌধুরী (এসইভিপি), সিএফও শরিফুল ইসলাম, রেমিট্যান্স হেড মাসুদ রানা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসআই
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
নারীদের ডিজিটাল ক্ষমতায়নে বাংলালিংক ও ফেসবুকের যৌথ উদ্যোগ
-
আদি বিডি লিমিটেড এ বিনিয়োগ করেছে প্যারাগন গ্রুপ
-
কর্মসংস্থানব্যাংকের ডায়াগনস্টিক রিভিউ-২০১৯
-
বিজয় দিবস উপলক্ষে স্যামসাংয়ের নতুন ক্যাম্পেইন “হাতের মুঠোয় বিজয় উল্লাস”
-
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর ৩২১তম বোর্ড সভা অনুষ্ঠিত
-
এনসিসি ব্যাংক এর নেতৃত্বে দিনাজপুর জেলায় “স্কুল ব্যাংকিং সম্মেলন” অনুষ্ঠিত
-
স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৩৭ তম শাখার উদ্বোধন
-
২০২০ থেকে ২০ দশমিক ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা