বিজয় দিবস উপলক্ষে স্যামসাংয়ের নতুন ক্যাম্পেইন “হাতের মুঠোয় বিজয় উল্লাস”
সান বিডি ডেস্ক || প্রকাশ: ২০১৯-১২-০১ ১৭:৪৪:৩২ || আপডেট: ২০১৯-১২-০১ ১৭:৪৫:১৩

বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস উপলক্ষে স্যামসাং বাংলাদেশ একটি ক্যাম্পেইন চালু করেছে। “হাতের মুঠোয় বিজয় উল্লাস” শীর্ষক ক্যাম্পেইনটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
রবিবার (১ ডিসেম্বর ২০১৯) বিজয় দিবস উপলক্ষে স্যামসাং বাংলাদেশ একটি ক্যাম্পেইন চালু করে।
ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রেতারা বিশেষ মূল্যে স্যামসাংয়ের বিভিন্ন মডেলের স্মার্টফোন ক্রয় করতে পারবেন। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা গ্যালাক্সি এ৩০এস (৪/৬৪ জিবি) স্মার্টফোনটি ক্রয় করতে পারবেন ১৯,৯৯৯ টাকায় (বর্তমান মূল্য ২২,৯৯০ টাকা), গ্যালাক্সি এ৩০এস (১২৮ জিবি) স্মার্টফোনটি ক্রয় করতে পারবেন ২১,৯৯৯ টাকায় (বর্তমান মূল্য ২৪,৪৯০ টাকা), গ্যালাক্সি এম৪০ ডিভাইসটি ক্রয় করতে পারবেন ২৫,৯৯০ টাকায় (বর্তমান মূল্য ২৮,৯৯০ টাকা) এবং গ্যালাক্সি এ৮০ ক্রয় করতে পারবেন ৫৯,৪৯০ টাকায় (বর্তমান মূল্য ৭৭,৪৯০ টাকা)।
ক্রেতারা গ্যালাক্সি এ ৭০, গ্যালাক্সি এস ১০, এবং গ্যালাক্সি এস ১০+ ডিভাইসগুলো ক্রয়ের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন। এসএমএস-এর উপর ভিত্তি করে দ্বৈবচয়নের মাধ্যমে ক্যাশব্যাকের পরিমাণ নির্ধারণ করা হবে।
এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “ডিসেম্বরের ১৬ তারিখ সারাদেশব্যাপী আনন্দ ও শ্রদ্ধার সাথে বিজয় দিবস উদযাপন করা হয়। কেননা এ দিনে বাংলাদেশ স্বাধীনতাযুদ্ধে বিজয় অর্জন করে। তাই এই দিনটিকে সামনে রেখে আমরা আমাদের ক্রেতাদের স্যামসাংয়ের ডিভাইসগুলোতে বিশেষ মূল্য ছাড় দিচ্ছি।
সানবিডি/ঢাকা/এসআই
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
ইসলামী ব্যাংকের ৩৫২ তম শাখা উদ্বোধন
-
ইসলামি ব্যাংকিং উইন্ডো -এর নতুন কার্যালয় উদ্বোধন
-
দুইশত নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিলো এসএমই ফাউন্ডেশন ও প্রিজম প্রকল্প
-
কর্মসংস্থান ব্যাংক ও এসডিএফের মধ্যে সমঝোতা স্মারক
-
বিআরটিসি’র সাথে ইফাদ ইনফরমেশন এন্ড টেকনোলজির চুক্তি স্বাক্ষর
-
ভোক্তা জরিপে দেশের সেরা ব্র্যান্ড বিকাশ
-
ঢাকা এঞ্জেল লায়ন্স ক্লাব এর “চার্টার প্রেজেনটেশন, ইনডাকশন এবং ফার্ষ্ট ইনস্টলেশন-২০১৯” অনুষ্ঠিত
-
মার্কেন্টাইল ব্যাংক এবং জেনিথ লাইফ ইনস্যুরেন্স এর মধ্যে চুক্তি স্বাক্ষর