শেয়ার কারসাজি:৩ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তিকে প্রায় ৫ কোটি টাকা জরিমানা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৭-১৬ ২০:১২:৪৩


কাসেম ড্রাইসেলের শেয়ার নিয়ে কারসাজি করায় ৩ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তিকে প্রায় ৫ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৭৩২তম নিয়মিত সভায় এই জরিমানা করা হয়েছে।

বিএসইসি সূত্র মতে, কাসেম ড্রাইসেলের শেয়ার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে ২০১৫ সালের ২৯ অক্টোবর থেকে ২০১৬ সালের ৫ জানুয়ারি সময়ে ৬৯.৬০ টাকা থেকে ১৩১.৭০ টাকায় উন্নিত করা হয়। এক্ষেত্রে দর বাড়ে ৮৯.২২ শতাংশ। নারায়ণ চন্দ্র পাল অ্যান্ড এসোসিয়েটস, সোলায়মান রুবেল অ্যান্ড এসোসিয়েটস, প্রাইম ইসলামি সিকিউরিটিজ ও মো. মাহমুদুজ্জামান এবং মো. মাহিবুল ইসলাম অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে এই দর বাড়ায়। এর মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ১৭ (ই)(২), (৩) ও (৫) লংঘন করা হয়েছে।

এজন্য নারায়ণ চন্দ্র পাল অ্যান্ড এসোসিয়েটসকে ৩ কোটি টাকা জরিমানা করেছে কমিশন। এছাড়া সোলায়মান রুবেল অ্যান্ড এসোসিয়েটসকে ১০ লাখ টাকা, প্রাইম ইসলামি সিকিউরিটিজকে ১ কোটি ৫০ লাখ টাকা এবং মো. মাহমুদুজ্জামান ও মো. মাহিবুল ইসলামকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন

কাট্টালি টেক্সটাইলের পরিচালকদের বড় জরিমানা করলো বিএসইসি

সোসিয়েটেড অক্সিজেনের আইপিও অনুমোদন

অনলাইনে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিও লটারী

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ