মঙ্গলবার থেকে মূল মার্কেটে আজিজ পাইপ ও কে অ্যান্ড কিউ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৭-২০ ২২:০৩:১১


আগামীকাল মঙ্গলবার থেকে পুঁজিবাজারের মূল মার্কেটে লেনদেন হবে আজিজ পাইপ ও কে অ্যান্ড কিউ লিমিটেড। আজ সোমবার এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্র মতে, কোম্পানি দুটির অস্বাভাবিক লেনদেন হওয়ায় ২০১৮ সালের আগস্ট মাসে মূল মার্কেট থেকে স্পট মার্কেটে পাঠায় তৎকালীন কমিশন। দীর্ঘ দিন পর বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে স্পট থেকে মূল মার্কেটে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই,২০২০) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ, ২০১৮ সালে অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে তিনটি কোম্পানির ট্রেড সাসপেন্ড ও ৫টি কোম্পানিকে স্পট মার্কেটে পাফানো হয়।

এর মধ্যে ট্রেড সাসপেন্ড হওয়া কোম্পানিগুলো ছিলো মুন্নু স্টাফলার্স, বিডি অটোকার্স এবং লিগাসি ফুটওয়ার লিমিটেড। আর স্পটে দেওয়া কোম্পানিগুলো ছিলো-মুন্নু সিরামিক, আজিজ পাইপ, স্টাইল ক্রাফট, ড্রাগন সোয়েটার এবং কে অ্যান্ড কিউ লিমিটেড।

বাতিল হচ্ছে বিএসইসির ১৯৬৯’ ও ১৯৯৩ আইন

শেয়ার কারসাজি:৩ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তিকে প্রায় ৫ কোটি টাকা জরিমানা

ক্রেস্ট সিকিউরিটিজের এমডি ও পরিচালক গ্রেফতার

২ % শেয়ার ধারণ:নতুন কমিশনের ৪৫ দিনের আল্টিমেটাম

মূল প্লাপটফর্মে লেনদেন হবে পারপিচুয়াল বন্ড

টার্গেট ছিলো ১০০ কোটি সরানো;১৮ কোটিতেই ধরা

কাট্টালি টেক্সটাইলের পরিচালকদের বড় জরিমানা করলো বিএসইসি

এসোসিয়েটেড অক্সিজেনের আইপিও অনুমোদন

অনলাইনে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিও লটারী

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ