অর্থমন্ত্রণালয় থেকে পুঁজিবাজার দেখার দায়িত্ব যাদের

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৭-২৮ ১০:২৫:২২


অর্থমন্ত্রণালয় থেকে পুঁজিবাজার দেখার জন্য দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। দায়িত্ব পেয়েছেন নতুন চার কর্মকর্তা। আগামীতে তারাই পুঁজিবাজার দেখা শুনা করবেন মন্ত্রণালয় থেকে।

দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত সচিব আব্দুল্যাহ হারুন পাশা ও যুগ্ম সচিব ড. নাহিদ হোসেন। অন্যদিকে বিকল্প কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব মো: জাফর ইকবাল এবং  যুগ্ম সচিব মৃত্যুঞ্জয় সাহা। অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রশাসন ও কল্যান শাখার উপসচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ প্রদান করা হয়েছে।

জানা গেছে, পুঁজিবাজারের কার্যক্রম সুষ্ঠু সমন্বয়ের জন্য তারা দায়িত্ব পালন করবেন। কর্মকর্তাগণ পুঁজিবাজার অর্থাৎ বিএসইসি ও বিআইসিএম, এক্সচেঞ্জ ও আইসিবি’র কার্যক্রম দেখভাল করবেন। পুঁজিবাজার ছাড়াও অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (লিজিং কোম্পানি) এবং ইনোভেশন (চীফ ইনোভেশন অফিসার ও ইনোভেশন টিম প্রধান) দায়িত্ব পালন করবেন।

জব্দ হচ্ছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও পরিচালকদের ব্যাংক হিসাব

শেয়ার মার্কেটে স্টপ-লস ট্রেডিং স্ট্র্যাটেজীর প্রয়োগ

সুহৃদের পরিচালকদের বিও হিসাব জব্দ

বাতিল হচ্ছে বিএসইসির ১৯৬৯’ ও ১৯৯৩ আইন

কাট্টালি টেক্সটাইলের পরিচালকদের বড় জরিমানা করলো বিএসইসি

শেয়ার কারসাজি:৩ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তিকে প্রায় ৫ কোটি টাকা জরিমানা

২ % শেয়ার ধারণ:নতুন কমিশনের ৪৫ দিনের আল্টিমেটাম

মূল প্লাপটফর্মে লেনদেন হবে পারপিচুয়াল বন্ড

টার্গেট ছিলো ১০০ কোটি সরানো;১৮ কোটিতেই ধরা

ক্রেস্ট সিকিউরিটিজের এমডি ও পরিচালক গ্রেফতার

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ