ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক গ্রেফতার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৭-২৮ ১৮:০৯:১৫


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ক্রেস্ট সিকিউরিটিজের আরেক পরিচালক অহিদুজ্জামানকে গ্রফতার করেছে ডিবি। আজ সকালে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গ্রফতার করা হয় ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ ও তার স্ত্রী পরিচালক নিপা সুলতানাকে।

পরে সংবাদ সম্মেলন করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন জানান, ক্রেস্ট সিকিউরিটিজে আনুমানিক ২২ হাজার বিও অ্যাকাউন্টধারীর শেয়ার কেনাবেচার ১০০ কোটি টাকা ছিল। শহিদুল্লাহ ২২ তারিখে তার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে ১৮ কোটি টাকা নিজের অ্যাকাউন্টে সরায়। বিনিয়োগকারীরা যখন দেখলো যে অ্যাকাউন্টে টাকা নেই, তখন তারা অফিসে যোগাযোগ করার চেষ্টা করলো। তখন দেখে অফিস তালা ও শহিদুল্লাহ, তার স্ত্রী ও ভাই পালিয়ে গেছে।

শহিদুল্লাহকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আবদুল বাতেন জানান, তিনি (শহিদুল্লাহ) স্বীকার করেছেন যে আত্মসাতের জন্যই টাকা তুলে পালিয়েছিলেন। এছাড়া আরেকটি অবৈধ কাজ করেছেন তারা। নিয়ম অনুযায়ী তারা শুধু এই প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট খুলে শেয়ার কেনাবেচা করতে পারবেন। তবে তারা প্রায় ৬০০ বিনিয়োগকারীর কাছ থেকে স্ট্যাম্প পেপারে স্বাক্ষর নিয়ে ডিডের মাধ্যমে ৩০ কোটি টাকা নিয়ে তাদের মাসে মাসে লভ্যাংশ দিচ্ছেন, যেটা আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। এই টাকাটা মেরে দেয়ার জন্যই তিনি প্রতিষ্ঠান বন্ধ করে চলে গেছেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

আরও পড়ুন

ক্রেস্ট সিকিউরিটিজের বিরুদ্ধে মামলা করবে ডিএসই

ক্রেস্ট সিকিউরিটিজের এমডি ও পরিচালক গ্রেফতার

টার্গেট ছিলো ১০০ কোটি সরানো;১৮ কোটিতেই ধরা

ক্রেস্ট সিকিউরিটিজের সব পাওনা পরিশোধ করবে ডিএসই

ক্রেস্ট সিকিউরিটিজের বিষয়ে ডিএসই কমিটি; ৫ দিনের মধ্যে প্রতিবেদন

বিনিয়োগকারীদের টাকা নিয়ে লাপাত্তা ক্রেস্ট সিকিউরিটিজ

অর্থমন্ত্রণালয় থেকে পুঁজিবাজার দেখার দায়িত্ব যাদের

জব্দ হচ্ছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও পরিচালকদের ব্যাংক হিসাব

শেয়ার মার্কেটে স্টপ-লস ট্রেডিং স্ট্র্যাটেজীর প্রয়োগ

সুহৃদের পরিচালকদের বিও হিসাব জব্দ

বাতিল হচ্ছে বিএসইসির ১৯৬৯’ ও ১৯৯৩ আইন

কাট্টালি টেক্সটাইলের পরিচালকদের বড় জরিমানা করলো বিএসইসি

শেয়ার কারসাজি:৩ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তিকে প্রায় ৫ কোটি টাকা জরিমানা

২ % শেয়ার ধারণ:নতুন কমিশনের ৪৫ দিনের আল্টিমেটাম

মূল প্লাপটফর্মে লেনদেন হবে পারপিচুয়াল বন্ড

সানবিডি/এসকেএস