ব্র্যাক ইপিএলের সিইও হলেন আহসানুর রহমান
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৮-১৩ ০৬:১০:৫৯
দেশের উভয় স্টক এক্সচেঞ্জের অন্যতম সদস্য ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পেয়েছেন আহসানুর রহমান (বাপ্পি)। গত বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২০) তাকে এই পদে নিয়োগের সিদ্ধান্ত নেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
বাংলাদেশের পুঁজিবাজারে তার ১৩ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার । সিইও (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আন্তর্জাতিক বাণিজ্য ও বিক্রয় প্রধান এবং ইনস্টিটিউশনাল বিজনেস ইউনিটের প্রধান হিসেবে কর্শরত ছিলেন।
তিনি ২০০৯ সালের নভেম্বর মাসে ব্র্যাক ইপিএলে যোগ দিয়েছিলেন। ব্র্যাক ইপিএলের আগে তিনি এএম সিকিউরিটিজে (আব্দুল মোনেম) ট্রেডার হিসাবে কাজ করেন। কাজ করেছেন ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের অপারেশন এবং সেটেলমেন্ট বিভাগেও। পুঁজিবাজারে রয়েছে তার ১৩ বছরের অভিজ্ঞতা। এই সময়ে তিনি আন্তর্জাতিক ব্রোকার এবং তহবিল পরিচালকদের সাথে সম্পর্ক বজায় রেখে কাজ করেছেন; যা বাংলাদেশের মূলধন বাজারে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই) আনতে সহায়তা করছে।
আহসানুর রহমান ২০০৭ সালে বেসরকারি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ফাইন্যান্সে পড়াশুনা করেছেন। স্নাতক করার সময় সিজিপিএ ৩.৯৪ থাকায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সুমা কাম লড (দুর্দান্ত) সম্মান দেয়া হয়।
২০১৯ সালে তিনি সিঙ্গাপুরে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট নিয়ে একটি এক্সিকিউটিভ সার্টিফিকেট প্রোগ্রামে অংশ নেন। এছাড়াও ২০১৭ সালে ভারতে সাউথ এশিয়ান লিডারশিপ প্রোগ্রাম, সিঙ্গাপুরে ক্লায়েন্ট সার্ভিসিং কোর্স, ২০১৬ সালে সিঙ্গাপুর থেকে প্র্যাক্টিকাল পোর্টফলিও ম্যানেজমেন্ট অ্যান্ড এলোকেশন কোর্স সম্পন্ন করেন।
২০০৭ সালে জাতীয় হকি লীগেও (দ্বিতীয় বিভাগ) ইয়াং স্টার্স টিমের পক্ষ হয়ে খেলেন।