টাঙ্গাইলে ৪ জনসহ ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় একদিনে কমপক্ষে ২০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। টাঙ্গাইলে নিহত ৪ জনের মধ্যে বাবা-ছেলে রয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ।
জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর—
টাঙ্গাইল: টাঙ্গাইলে দুই পৃথক জায়গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ও বাস চাপায় বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে মধুপুর উপজেলার আশ্রা বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা মজিবুর রহমান ও ছেলে জাহিদুর রহমান নিহত হয়। তাদের বাড়ি বড় আশ্রা গ্রামে। একই দিন সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর পাইপাস এলাকায় বাস চাপায় সিএনজি চালক সোহরাব হোসেন ও সিএনজি যাত্রী প্রদীপ পাল নিহত হয়।
চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। অপর এক ঘটনায় উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রাম থেকে জোহা আক্তার (১৬) নামে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, শাহাদাৎ হোসেন (১৬), ইকবাল হোসেন (১৭) ও তানজীম আবদুল্লাহ (১৮)। ইকবাল হোসেন মূলপাড়া গ্রামের হাজী বাড়ির মো. খাজে আহমেদের ছেলে এবং শাহাদাৎ হোসেন একই গ্রামের ওবায়দুল্লার ছেলে।
রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসচাপায় একই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তাঁর স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। তাঁদের বাড়ি পুঠিয়ার পালোপাড়া গ্রামে।
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কাওরানবাজার এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। রোববার দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা: রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আপন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল: বরিশালের মুলাদীতে ইটভাটার জন্য লাকড়ি নিয়ে রওনা দেয়া অবৈধ টমটমের চাপায় এক কিশোর নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মুলাদীর প্রত্যন্ত নোমরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালকসহ আরও দুইজন। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার তেলকুপি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
যশোর: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ঝিকরগাছা ও মণিরামপুর উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে বুলু মিয়া গাজী ও মনিরামপুর উপজেলার শরণখোলা গ্রামের আফজাল হোসেন (৩৫)।
বিএইচ