পুঁজিবাজারে আসতে চায় বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে এক হাজার কোটি টাকা তুলতে চায়।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মত, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণে মোট দুই হাজার ৬০০ কোটি টাকা উত্তোলন করতে চায়। এর মধ্যে এক হাজার কোটি টাকা নিতে চায় আইপিও’র মাধ্যমে। বাকী টাকা বন্ড, ডিবেঞ্চার ইস্যুর মাধ্যমে এই টাকা তুলতে চায়।