ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়কে যুগান্তকারী বলে আখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি।
দ্রুত রায় দেওয়ায় সরকার স্বস্তি প্রকাশ করছে-জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘১৬ জনের ফাঁসি হয়েছে এবং দ্রুততার সঙ্গে বিচারকার্য সম্পাদন হয়েছে। এই জন্য সরকারের পক্ষ থেকেও আমরা স্বস্তি প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, তার পরিবারও সন্তুষ্ট হবে।’
সানবিডি/ঢাকা/এসএস