২০২১ সালে বাংলাদেশ ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি ডলার) ডলারের পণ্য রফতানির টার্গেট নির্ধারণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘গত অর্থবছরে আমরা ৪৬ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছিলাম। এরমধ্যে ৬ থেকে ৩৪ বিলিয়ন ডলার শুধু তৈরি পোশাক শিল্প থেকে এসেছে। ২০২১ সাল আমাদের জন্য হবে একটি মাইলস্টোন।’
রবিবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম নগরীর কাজির দেউরিয়ায় আউটার স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) উদ্যোগে মাসব্যাপী উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের ওপর নির্ভর করে আমরা এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আশা করছি, আমরা ৬০ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করতে পারবো। আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। আজকের এই মেলা তারই শো-কেজ।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি রাশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, চেক রিপাবলিক, বেলারুশ ঘুরে এসেছি। এসব দেশ আমাদের ব্যবসার জন্য একটা পথ হতে পারে। এই দেশগুলো হতে পারে আমাদের পণ্যের নতুন গন্তব্য।’
টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে আজ বাংলাদেশ পৃথিবীর কাছে বিস্ময়। কারণ বাংলাদেশ বর্তমানে জিডিপি বৃদ্ধির দিক থেকে বিশ্বে এক নম্বরে।’
ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের লাইফ লাইন চট্টগ্রাম। চট্টগ্রামের ব্যবসায়ীরা আমাদের সেই পথ দেখাবে। মেট্রোপলিটন চেম্বার আছে, আরও চেম্বার আছে সবাই আমাদের পথ দেখাবে। তারা আমাদের এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ চট্টগ্রামের দিকে তাকিয়ে আছে। আপনাদের সেই দায়িত্ব নিতে হবে।’
সিএমসিসিআইয়ের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মাহবুবুর রহমান, মেলা কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভূঁইয়া, সিএমসিসিআইয়ের সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরীসহ অনেকে।