পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর’১৯) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ছিল ৫২ পয়সা।
এদিকে ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ছিল ৭০ পয়সা। শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৩২ টাকা।আগের বছর একই সময় শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিলো ১৩৩ টাকা।