দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বিক্রির বিষয়ে খুব শিগগির মতামত যাবে বিএসইসিতে। বুধবার (০৮ জুলাই) স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, ডিএসই ট্রেক নিতে হলে আবেদন ফি জমা দিতে হবে ১০ লাখ টাকা। নিবন্ধন ফি ৫ কোটি টাকা (অফেরতযোগ্য), জামানত বাবদ ৫ কোটি টাকা ডিএসইর কাছে রাখতে হবে। তবে কোন প্রতিষ্ঠান চলে যাওয়ার সময় টাকা ফেরত পাবে। কিন্তু এই টাকা বাবদ সুদ আয় যা হবে; তা ডিএসইর হিসেবে জমা থাকবে।
অন্যদিকে, ডিএসইর ট্রেক নিতে হলে মূলধন লাগবে ১০ কোটি টাকা। সব মিলিয়ে ডিএসইর প্রস্তাব হলো ২০ কোটি টাকা হলেই ট্রেক নিতে পারবে আগ্রহীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর এক পরিচালক সানবিডিকে বলেন, আজকে ট্রেকের বিষয়ে চুড়ান্ত আলোচনা হয়েছে। আমাদের প্রস্তাব খুব শিগগির কমিশনে পাঠানো হবে।