কাট্টালি টেক্সটাইলের পরিচালকদের বড় জরিমানা করলো বিএসইসি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৭-১৬ ১৯:৩৫:২৯


কাট্টালি টেক্সটাইলের পরিচালকদেরকে বড় ধরণের জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যবস্থাপনা পরিচালককে ১ কোটি টাকা ও অন্যসব পরিচালকদেরকে (স্বতন্ত্র ও মনোনিত পরিচালক ব্যতিত) ৫০ লাখ টাকা করে জরিমানা করেছে কমিশন। কমিশনের ৭৩২তম নিয়মিত সভায় এই জরিমানা করা হয়েছে।

বিএসইসি সূত্র মতে,কোম্পানিটি শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা যথাযথ ব্যবহার না করে কমিশনে মিথ্যা তথ্য প্রদান করে। এ সংক্রান্ত জাল ব্যাংক বিবরনী কমিশনে দাখিলের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ১৮ লংঘন করেছে। এজন্য কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালককে ১ কোটি টাকা ও অন্যসব পরিচালকদেরকে (স্বতন্ত্র ও মনোনিত পরিচালক ব্যতিত) ৫০ লাখ টাকা করে জরিমানা করেছে কমিশন।

উল্লেখ্য, কাট্টালি টেক্সটাইলে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন মো. এমদাদুল হক চৌধুরী। এছাড়া শেয়ারধারী পরিচালক হিসেবে রয়েছেন-নাসরিন হক, মো. আনোয়ারুল হক চৌধুরী, মো. মোকাররম হক চৌধুরী, ওয়াদুদা সামরিনা ও সিফাত সাবরিনা।

আরও পড়ুন

এসোসিয়েটেড অক্সিজেনের আইপিও অনুমোদন

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ