ব্যাংকগুলোর সমস্যা নন পারফরমিং লোন (এনপিএল)। পুঁজিবাজারে বিনিয়োগ করে কোন ব্যাংক সমস্যায় আছে এমন কোন তথ্য আমার জানা নেই। অথচ ব্যাংকগুলোকে ইক্যুইটির ২৫ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগের সীমা বেধে দেওয়া হয়েছে। এটা ঠিক না। বিনিয়োগ কি পরিমাণ করবে, সেটা ব্যাংকের উপরই ছেড়ে দেওয়া উচিত।
শনিবার (১৮ জুলাই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত ‘পুঁজিবাজারে করোনাভাইরাসের প্রভাব ও পুণ:রুদ্ধারের উপায়’ শীর্ষক সেমিনারে বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি আজম জে চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, অনিয়মকারীদেরকে শাস্তির আওতায় আনলে পুঁজিবাজারের প্রতি আস্থা স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। তাই যখনই অনিয়ম হবে, তখনই শাস্তি প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, পুঁজিবাজারে এই মুহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারল্য। তবে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) কাছে টাকা নেই। যদিও এরা প্রাইমারি ইনভেস্টর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য বক্তব্য রাখেন, সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম,পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ, ঢাকা চেম্বারের সভাপতি শামস মামমুদ,বিল্ড চেয়ারম্যান আবুল কাসেম খান, ডিএসইর এমডি কাজী সানাউল হক, সিএসইর এমডি মামুন-উর-রশীদ,বিল্ড চেয়ারম্যান আবুল কাসেম খান,এমসিসিআই’র সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর,মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান,আইসিবির এমডি আবুল হোসেন, ডিবিএ সভাপতি শরীফ আনোয়ার হোসেন, ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর.এফ হুসাইন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম।
সানবিডি/এসকেএস