পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি বাংলাদেশ ওয়েলডিং ইলেক্টোডস (বিডি ওয়েলডিং) শেয়ার জব্দ করলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) চিঠি দিয়েছে এনবিআর।
এনবিআরের কর অঞ্চল-৮ এর উপ কর কমিশনার আলাউদ্দীন আহমেদ স্বাক্ষরিত চিঠি গত ৬ অগাস্ট ডিএসইকে দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পর পরই ডিএসইর সকল সদস্যদের কাছে এটি পাঠিয়েছ প্রতিষ্ঠানটি।
বিডি ওয়েলডিংয়ের বিরুদ্ধে অভিযোগ হলো প্রতিষ্ঠানটি এনবিআরের ১৮ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ১৭৫ টাকা ফাঁকি দিয়েছে। কোম্পানিটিকে বার বার তাগাদা দেওয়ার পরও কোন উত্তর দেয়নি। এমন কী কোম্পানিটি বিভিন্ন সময়ে নোটিশ দেওয়ার পরও বিগত ২০১৭-২০১৮,২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ কর বর্ষে কর দাখিল করেনি। এছাড়া ২০১৫-২০১৬ এবং ২০১৭-২০১৮ বর্ষের আয় কর মামলা এখনো চলমান।
অন্যদিকে কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি,প্রতিষ্ঠানের নিজের নামে, যৌথভাবে কোন হিসাব থাকলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা জব্দ রাখার স্থগিত করার জন্য বলা হয়েছে।