ইফাদের শেয়ার কারসাজিতে সোলায়মান রুবেলকে জরিমানা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৮-২৬ ১৮:৩৪:৫৬


এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেডের গ্রাহক সোলায়মান রুবেলকে ১০ লক্ষ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার কমিশনের ৭৩৭ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির সূত্র মতে, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেডের গ্রাহক সোলায়মান রুবেল (ক্লায়েন্ট কোড-৯৬৮, ২১৩৮ ও ৫৫৯৩১) ২০১৫ সালের ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ইফাদ অটোসের শেয়ারের ক্রয়-বিক্রয়ে নিজেদের হিসাবে সিরিজ লেনদেন করে। এর মাধ্যমে বিপুল পরিমাণ শেয়ারের লেনদেন হলেও মালিকানা পরিবর্তন হয়নি। এই লেনদেনের মাধ্যমে সুলায়মান রুবেল সিকিউরিটিজ আইন সেকশন ১৭(ই)(iii) এবং সেকশন ১৭(ই) (ভি) ভঙ্গ করেছে।  আইন লংঘনের জন্য কমিশন অদ্যকার সভায় সোলায়মান  রুবেলকে ১০ (দশ) লক্ষ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/৫:৫৭/২৬/৮/২০