পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবসহ প্রত্যেক পরিচালককে আইন ভঙ্গের কারণে ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার কমিশনের ৭৩৭ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কমিশনের কর্পোরেট ফাইন্যান্স বিভাগ কর্তৃক উপস্থাপিত নথিতে তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড কোম্পানি ৩০ জুন ২০১৭, ৩০ জুন ২০১৮ ও ৩০ জুন ২০১৯ এর নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ ও ৩০ সেপ্টেম্বর, ২০১৯ এর ১ম প্রন্তিকের আর্থিক প্রতিবেদন, ৩১, ডিসেম্বর, ২০১৭, ৩১, ডিসেম্বর, ২০১৮ ও ৩১, ডিসেম্বর, ২০১৯ এর ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন এবং ৩১, মার্চ, ২০১৭, ৩১, মার্চ, ২০১৮ ও ৩১, মার্চ, আর্থিক প্রতিবেদনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৬৯ অধ্যাদেশের ২সিসি বিভাগের অধীনে প্রজ্ঞাপন ভঙ্গ করেছে। সিকিউরিটিজ আইন লংঘনের জন্য কমিশন তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেডকে ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবসহ প্রত্যেক পরিচালক (স্বতন্ত্র পরিচালক ব্যতীত)কে ১ লক্ষ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করে।
সানবিডি/এসকেএস/৬:১৯/২৬/৮/২০