মার্জিন আইন পরিপালন করে গ্রাহকদের ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি। আজ সোমবার (৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই),চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সকল মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়েছে সংস্থাটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বর্তমানে কিছু গ্রাহক মার্জিন কোর্ডে নন-মার্জিন শেয়ার লেনদেন করছে। যা মার্জিন আইন ১৯৯৯ এর ৩(১২)(ডি) পরিপন্থী। ফলে সকলকে এই আইন পরিপালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাজারে খতিয়ে দেখার বিষয়টি গুজব।
এ বিষয়ে বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান সানবিডিকে বলেন, বর্তমান কমিশন পুঁজিবাজার উন্নয়নে কাজ করছে। তারা পুঁজিবাজারকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে চাচ্ছে। ফলে পুঁজিবাজারের সকল অসঙ্গতি দূর করতে চান।
তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়নে কমিশনের সকল কাজে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। বিএসইসি আইনটি পরিপালন করার নির্দেশ দিয়েছে। গ্রাহকদের বিষয়ে খতিয়ে দেখার কোন কথা বলা হয়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন