এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন ডিএসইর পরিচালক মাসুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৯-১০ ০৬:৩২:৫০
এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। গত সম্প্রতি তাকে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
মাসুদুর রহমান ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতক শেষ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে শেষ করেন স্নাতকোত্তর। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারের ইউনিভার্সিটি অব সালফোর্ডের দ্যা ম্যানেজমেন্ট স্কুল থেকে মার্কেটিংয়ে দ্বিতীয় মাস্টার্স করেন। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের কার্ডিফের ইউনিভার্সিটি অব ওলস ইন্সটিটিউটের কার্ডিফ স্কুল অব ম্যানেজমেন্ট থেকে পিএইচডি শেষ করেন। তার গবেষণার শিরোনাম ছিলো-এক্সপ্লোরিং দ্য সোসিও- ইকোনোমিক ইম্প্যাক্টস অব ট্যুরিজম: এ স্টাডি অব কক্সবাজার, বাংলাদেশ।
অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি বর্তমানে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগেও আরেক মেয়াদে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০১৯ সালে “হাজি নান্না বিরিয়ানি”: এ কেস অব ট্রান্সফরমেশন থ্রো ব্র্যান্ড ফ্রম দ্য স্ট্রিটস অব ঢাকা’, রেসপন্সিবল হিউম্যান স্ট্যাটেজিস ফর জেন্ডার, ইক্যুইটি, এমপাওয়ারমেন্ট এন্ড লিডারশিপ” শীর্ষক আর্টিকেল প্রকাশ হয়।
২০১৯ সালে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিসনেস ম্যানেজমেন্টে যৌথভাবে পেপার উপস্থান করেন। এর শিরোনাম ছিলো- গ্রাউন্ডেড থিওরি এপ্রোচ (জিটিএ) টু ডেভেলপ থিওরি অব ব্র্যান্ডিং ফর স্ট্রিট ফুড: এ মার্কেটিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ইন্টারফেস।”
উল্লেখ: এসএমই ফাউন্ডেশন দেশের এসএমই উদ্যোক্তাদের প্রচার, বিস্তৃতি এবং টেকসই উন্নয়নের জন্য নীতি ও কৌশল বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে দায়বদ্ধ। বর্তমান বিশ্বায়নের যুগে এসএসএমইরা দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এসএমই ফাউন্ডেশন দেশের ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে একজন সহায়তাকারীর ভূমিকা পালন করছে।