সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। ফান্ডটি ৪৪৯ বারে ২১ লাখ ২০ হাজার ৪১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৯ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। ফান্ডটি ৩৭২ বারে ১৪ লাখ ৪৮ হাজার ১৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪২ লাখ টাকা।
তৃতীয়স্থানে থাকা আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৬৯৩ বারে ৫৬ লাখ ৪ হাজার ৫২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৯ দশমিক ৮৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৮১ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৯ দশমিক ৫২ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৯ দশমিক ৪৫ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ০৯ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯ দশমিক ০১ শতাংশ এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৮ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।
সানবিডি/এসকেএস/১৫:৫৫/২১/৯/২০