সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৫৬ বারে ২৩ লাখ ১৮ হাজার ২২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৮০ বারে ১৯ লাখ ১১ হাজার ৭৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪৮৬ বারে ৩০ লাখ ৭২ হাজার ৫৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- অগ্রণী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৫৭ শতাংশ, শ্যামপুর সুগারের শেয়ার দর ৯ দশমিক ০৭ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭৬ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৪৮ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৩৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৬৯ শতাংশ এবং এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭ দশমিক ১৬ শতাংশ শেয়ার দর কমেছে।
সানবিডি/এসকেএস/১৬:০৯/২১/৯/২০