জাতিসংঘে উড়ল ফিলিস্তিনের পতাকা

প্রকাশ: ২০১৫-১০-০১ ১০:০০:৩৯


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ফিলিস্তিনের পতাকা উড়ানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ফিলিস্তিনের পতাকা উড়ানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে উড়ানো হলো ফিলিস্তিনের পতাকা। গতকাল বুধবার প্রথমবারের মতো জাতিসংঘে উড়ল দেশটির পতাকা। এর মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে আরেক ধাপ এগিয়ে গেল ফিলিস্তিন।

তিনি বলেন, ১৯৯৩ সালে ইসরায়েলের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর হয়েছিল তার শর্তানুযায়ী ইসরায়েল তার বসতি স্থাপন কার্যক্রম বন্ধ না করলে এবং বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া না হলে চুক্তি বাস্তবায়নে ফিলিস্তিন আর কোনো কাজ করবে না।

চুক্তির শর্ত পূরণ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে আর কোনো আলোচনা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মাহমুদ আব্বাস বলেন, কেবল আলোচনার স্বার্থে আলোচনা করে আর কোনো লাভ নেই। ইসরায়েলী দখলদারিত্ব বন্ধ করার জন্য আন্তর্জাতিক শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করাই বেশি ফলদায়ক।

তিনি আরও বলেন, চুক্তির শর্ত মেনে নেওয়ার ক্ষেত্রে ফিলিস্তিনের জনগণের আর কোনো দায় নেই।

আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ফিলিস্তিনিদের নিরাপত্তা বিধান করার জন্যও জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন তিনি।

সেপ্টেম্বর মাসের শুরুর দিকে জাতিসংঘে ফিলিস্তিন আর ভ্যাটিকানের পতাকা ওড়ানোর প্রস্তাব গ্রহণ করে সাধারণ পরিষদ। সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি পাশ হয়। কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেই প্রস্তাবের বিরোধিতা করেছিল।

প্রসঙ্গত, ২০১২ সালে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দিয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদ। তবে এখনও জাতিসংঘের সদস্যপদ পায়নি দেশটি।