শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
ইউজিসি’র সাবেক উপ-পরিচালক আব্দুস সালামের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক
প্রকাশিত - সেপ্টেম্বর ২২, ২০২০ ১২:৫০ পিএম
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক উপ-পরিচালক মো. আব্দুস সালাম গতকাল (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসাপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। তিনি ভাইবোন, আত্মীয়-পরিজন ও সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে আজ (২২ সেপ্টেম্বর) সমাহিত করা হয়।
আব্দুস সালাম ইউজিসি’র রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন্স বিভাগে কর্মরত ছিলেন। সহকর্মীরা জানান, তিনি অত্যন্ত সৎ, সদালাপী, নিরাহংকারী ও কর্মঠ ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইউজিসি'র চেয়ারম্যান ও সদস্যগণ। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ড. শামসুল আরেফিন পরিচালক জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ, ইউজিসি।
সান বিডি/নাজমুল/১২:৫০/২২.০৯.২০২০
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.