সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে সাথে সাথে কমেছে বেশির ভাগ কোম্পানির দাম। এ দিন ৭০.৭ শতাংশ বা ২৫২টি কোম্পানির দর কমেছে। দর বেড়েছে ২১.১ শতাংশ বা ৭৫ টি কোম্পানির।দর অপরিবর্তিত রয়েছে ৮.১ শতাংশ বা ২৯ টি কোম্পানির।
আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিন শেষে ডিএসইর সেক্টর গুলোর মধ্যে সবচেয়ে বেশি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে ইন্সুরেন্স সেক্টোরে। এ দিন ইন্সুরেন্স খাতে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দর বেড়েছে ৬৮.৯ শতাংশ বা ৩২ টি কোম্পানির। দর কমেছে ২৩.৪০ শতাংশ বা ১১ টি কোম্পানির।দর অপরিবর্তিত রয়েছে ৮.৫১ শতাংশ বা ৪ টি কোম্পানির।
ডিএসইর সেক্টোর গুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বেশি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে খাদ্য ও আনুষঙ্গিক সেক্টরে। এ দিন খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দর বেড়েছে ২৯.৪১ শতাংশ বা ৫ টি কোম্পানির। দর কমেছে ৬৪.৭১ শতাংশ বা ১১ টি কোম্পানির।দর অপরিবর্তিত রয়েছে ৫.৮৮ শতাংশ বা ১ টি কোম্পানির।
ডিএসইর সেক্টর গুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ বেশি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে ফার্মাসিটিক্যাল সেক্টরে। এ দিন ফার্মাসিটিক্যাল খাতে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দর বেড়েছে ২৫ শতাংশ বা ৮ টি কোম্পানির। দর কমেছে ৬৮.৭৫ শতাংশ বা ২২ টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৬.২৫ শতাংশ বা ২ টি কোম্পানির।
ডিএসইর সেক্টোর গুলোর মধ্যে চতুর্থ সর্বোচ্চ বেশি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে প্রকোশল সেক্টোরে। এ দিন প্রকোশল খাতে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দর বেড়েছে ২০.৫১ শতাংশ বা ৮ টি কোম্পানির। দর কমেছে ৭৯.৪৯ শতাংশ বা ৩১ টি কোম্পানির।
এছাড়া আর্থিক প্রতিষ্ঠান সেক্টোরে ১৩.৬৪ শতাংশ বা ৩ টি কোম্পারি দর বৃদ্ধি পেয়েছে।দর কমেছে৮৬.৩৬ শতাংশ বা ১৯ টি কোম্পানির।ব্যাংক খাতে ১৩.৩৩ শতাংশ বা ৪টি কোম্পানির। দর কমেছে ৫৬.৬৭ শতাংশ বা ১৭ টি কোম্পানির।দর অপরিবর্তিত রয়েছে ৩০ শতাংশ বা ৯ টি কোম্পানির। বস্ত্র খাতে৫.২৬ শতাংশ বা ৩ টি কোম্পানির দর বেড়েছে।দর কমেছে ৮২.৪৬ শতাংশ বা ৪৭টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ১২.২৮ শতাংশ বা ৭ টি কোম্পানির। মিউচুয়াল ফান্ড খাতে ৫.৪১ শতাংশ বা ২ টি কোম্পানির দর বেড়েছে।দর কমেছে ৮৬.৪৯ শতাংশ বা ৩২টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৮.১১ শতাংশ বা ৩ টি কোম্পানির।বিবিধ খাতে ৮.৩৩ শতাংশ বা ১ টি কোম্পানির দর বেড়েছে।দর কমেছে ৮৩.৩৩ শতাংশ বা ১০টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৮.৩৩ শতাংশ বা ১ টি কোম্পানির।
জ্বালানী খাতে ১৫.৭৯ শতাংশ বা ৩ টি কোম্পানির দর বেড়েছে।দর কমেছে ৭৮.৯৫ শতাংশ বা ১৫টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৫.২৬ শতাংশ বা ১ টি কোম্পানির।সিরামিক খাতে ৪০ শতাংশ বা ২ টি কোম্পানির দর বেড়েছে।দর কমেছে ৬০ শতাংশ বা ৩টি কোম্পানির।আইটি খাতে ১০ শতাংশ বা ১ টি কোম্পানির দর বেড়েছে।দর কমেছে ৯০ শতাংশ বা ৯টি কোম্পানির। সিমেন্ট খাতে ২৮.৫৭ শতাংশ বা ২ টি কোম্পানির দর বেড়েছে।দর কমেছে ৭১.৪৩ শতাংশ বা ৫টি কোম্পানির।পাট খাতে ৩৩.৩৩ শতাংশ বা ১ টি কোম্পানির দর বেড়েছে।দর কমেছে ৬৬.৬৭ শতাংশ বা ২টি কোম্পানির এবং ভ্রমণ এবং পযটন খাতে দর কমেছে ৭৫ শতাংশ বা ৩ টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ২৫ শতাংশ বা ১টি কোম্পানির।
শতভাগ দর কমেছে ৩টি খাতে। শতভাগ দর কমা খাত গুলোর মধ্যে রয়েছে টেলিযোগাযোগ, কাগজ ও মুদ্রণ এবং চামড়া শিল্প।
সানবিডি/ঢাকা/এসআই ১৭:১৫;২২/৯/২০২০