অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইল কর্তৃক অবরুদ্ধ থাকা গাজা উপত্যকা থেকে অবরোধ তুলে নিতে দেশটিকে দুই মাসের সময়সীমা বেধে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
চলমান প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে গত কয়েক মাস ধরে ইসরাইল মানবিক সহযোগিতা পর্যন্ত গাজায় পৌঁছাতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর অন্যতম সদস্য খলিল আল-হাইয়া।
এসময় তিনি বলেন, যদি ইসরাইল আগামী দুই মাসের মধ্যে স্বেচ্ছায় এই অবরোধের অবসান না ঘটায় তাহলে হামাস সামরিকভাবে ইসরাইলিদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য করতে সক্ষম। খবর ইরনার।
বিগত ২০০৭ সাল থেকে গাজা ভূখণ্ডে অবরোধ তৈরি করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল এবং পার্শ্ববর্তী রাষ্ট্র মিসর। গাজা ভূখণ্ডে হামাস ক্ষমতা নেয়ার পরেই মিসর এই সিদ্ধান্ত নিয়েছিল।
শুধুমাত্র জীবনযাপনের মতো সামান্য রসদ গাজায় যেতে দেয়া হয়।
গাজায় ইচ্ছা করলেই কেউ কিছু কিনতে পারবেন না। এখানে ক্রয়-বিক্রয়ও নির্ভর করছে ইসরাইল ও মিসরের খেয়ালের ওপর। তারা যেটি অনুমতি দেবে, সেটিই কেনা সম্ভব হবে।
সানবিডি/এনজে