বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ‘পাইওনিয়ার ফুটবল লীগের’ সদস্য হলেন বাংলাদেশের সুনামধন্য কন্ঠ শিল্পী ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বিল্লাল ফারদিন।
পাইওনিয়ার লীগ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্দ্যেগে একটি ফুটবল প্রতিযোগীতা। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির অনুর্ধ্ব-১৬ বছর বয়সের কিশোর স্বপ্ন বাজদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তাদের এই যাত্রা বাংলাদেশ ফুটবলকে অনেক এগিয়ে নিয়ে গেছে।
এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। দেশের সবচেয়ে বড় এই লীগের মাধ্যমে তৈরী হয় দেশীয় ফুটবলের নতুন নতুন তারকা। পাইওনিয়ার লীগের বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে গঠিত হয় সাফ অনুর্ধ-১৬ চ্যাম্পিয়ন দল।
সদ্য নিযুক্ত বাফুফের পাইওনিয়ার ফুটবল লীগের সদস্য বিল্লাল ফারদিন খুবই আনন্দিত এবং গর্বিত। তিনি দেশের কিশোর ফুটবল খেলোয়াড়দের পাশে থেকে আজীবন কাজ করতে চান। আমি চাই এ লীগ নিয়মিত হোক।
তিনি বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাইওনিয়ার ফুটবল লীগের আমাকে সদস্য করার জন্য বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক হারুন অর রশীদ, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, কামরুল হাসান হিলটন অমিত খান শুভ্রসহ বাফুফে নির্বাচনের সম্মিলিত পরিষদ-২০২০ এর সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা।
সান বিডি/নাজমুল/১২:০৩/২৩.০৯.২০২০