বিশ্বজুড়ে মহামারি করোনার কারণে চলতি বছরের শুরু থেকে বিশ্বজুড়ে কয়লার চাহিদা অনেকটাই কমে গেছে। এর প্রভাব পড়েছে জ্বালানি পণ্যটির দামে। বছরের শেষ ভাগে এসেও করোনা মহামারী স্বাভাবিক হয়ে আসার কোনো লক্ষণ নেই। এ পরিস্থিতিতে বছরজুড়ে কয়লার চাহিদা ও দামে মন্দা ভাব বজায় থাকতে পারে, যা ২০২০ সালে জ্বালানি পণ্যটির গড় দাম কমিয়ে দিতে পারে। খবর মাইনিংডটকম ও রয়টার্স।
এ ব্যাপারে সম্প্রতি প্রকাশিত ফিচ সলিউশনসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে আন্তর্জাতিক বাজারে প্রতি টন কয়লার গড় দাম দাঁড়াতে পারে ৫৫ ডলারে। বছরের শুরুর দিকে প্রতিষ্ঠানটি প্রতি টন কয়লার গড় দাম ৬৫ ডলার প্রাক্কলন করেছিল। সে হিসাবে চলতি বছরের জন্য জ্বালানি পণ্যটির গড় দাম আগের প্রাক্কলনের তুলনায় টনপ্রতি ১০ ডলার কমিয়ে এনেছে প্রতিষ্ঠানটি।
ফিচ সলিউশনস জানিয়েছে, কয়লার চাহিদা ও বেচাকেনায় মারাত্মক মন্দা ভাব চলতি বছর এর মূল্যনির্ধারণে প্রভাবক হিসেবে কাজ করেছে। বেচাকেনা না বাড়ায় স্বাভাবিকভাবেই কয়লার দাম কমতির দিকে রয়েছে, যা বছর শেষে জ্বালানি পণ্যটির গড় দাম আগের প্রাক্কলনের তুলনায় কমিয়ে দেবে।
তবে ২০২১ সাল নাগাদ কয়লার গড় দাম চলতি বছরের তুলনায় কিছুটা বাড়তে পারে। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর আন্তর্জাতিক বাজারে প্রতি টন কয়লার গড় দাম বেড়ে দাঁড়াতে পারে ৫৮ ডলারে। মূলত করোনা মহামারীর ধাক্কা সামলে বিশ্ব অর্থনীতিতে গতি ফিরতে শুরু করায় ২০২১ সাল নাগাদ চাহিদা বর্তমানের তুলনায় বেড়ে কয়লার গড় দাম কিছুটা হলেও চাঙ্গা হয়ে উঠতে পারে।
সানবিডি/এনজে