সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫০ শতাংশ। কোম্পানিটি ১৩৪ বারে ২ হাজার ৪৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা পাইওনিয়র ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ৭৯৯ বারে ২৫ লাখ ৭ হাজার ৪৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৭৯ লাখ টাকা।
তৃতীয়স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ২৮১ বারে ১৫ লাখ ৮৩ হাজার ৯২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৮ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৮ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৯ দশমিক ৮০ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮০ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৪৭ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৪৭ শতাংশ এবং হামিদ ফেব্রিক্সসের শেয়ার দর ৯ দশমিক ৪২ শতাংশ বেড়েছে।
সানবিডি/এসকেএস/১৫:৫৫/২৪/৯/২০