বাড়ছে নারী কোটিপতির সংখ্যা
আপডেট: ২০১৫-১২-১৬ ১০:৫৪:৪৯
গত দু’দশকে উল্লেখযোগ্য হারে বিশ্বে নারী কোটিপতির সংখ্যা বেড়েছে। এশীয় শিল্পোদ্যোগীদের হাত ধরেই নারীদের এই সফলতা। ১৯৯৫ সালের ২২ জন থেকে ২০১৪ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৪৫ জন। সম্প্রতি ইউবিএস ব্যাঙ্ক এবং পিডব্লিউসি-র যৌথ সমীক্ষা থেকে উঠে এসেছে এমন তথ্য।
তবে একই সময়ে যেখানে পুরুষ কোটিপতির সংখ্যা বৃদ্ধির পেয়েছে ৫.২ গুণ, সেখানেই নারীদের ক্ষেত্রে তা প্রায় ৬.৬ গুণ। আর এশিয়ার ক্ষেত্রে এই অঙ্ক বেড়েছে ৮ গুণ। ৩ জন নারী কোটিপতি থেকে তা দাঁড়িয়েছে ২৫ জনে।
সমীক্ষা অনুসারে, উচ্চশিক্ষার আশায় ইউরোপ বা আমেরিকা পাড়ি দিলেও, কাজের ক্ষেত্রে এশিয়ার বেশির ভাগ নারী কোটিপতিই বেছে নিয়েছেন নিজের দেশকে। তাদের মধ্যে অনেকেই কর্পোরেট সংস্থার প্রধান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। যা তাদের আগের প্রজন্মের কেউ পারেননি।
অন্যদিকে, ইউরোপ এবং আমেরিকার ক্ষেত্রে দেখা গিয়েছে উল্টো ছবি। সেখানকার নারী কোটিপতিদের বেশিরভাগই আবার পৈতৃক সূত্রে সম্পত্তি পেয়েছেন। তবে তাদের মধ্যে অনেকেই নিজের ব্যবসা তৈরিতে আগ্রহ দেখিয়েছেন বলে দাবি করা হয়েছে সমীক্ষায়।
সানবিডি/ঢাকা/রাঅা