বছরে প্রায় ৬ হাজার আমানতকারী বেড়েছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৪ ২১:৩৬:২২

চলতি ২০২০ বছরের ৩০ শে জুন পর্যন্ত সময়ে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৩৮ জন।অন্যদিকে ২০০৮ সালের ৩১ শে ডিসেম্ভর পর্যন্ত দেশে কোটিপতি আমনতকারীর সংখ্যা ছিল ১৯ হাজার ১৬৩ জন। সর্বশেষ সাড়ে ১১ বছরে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৮৭৫ জন। প্রতিবছর গড়ে কোটিপতি আমানতকারী বেড়েছে ৫ হাজার ৭৬৫ জন।
বাংলাদেশ ব্যাংক সূত্র্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এর মধ্যে সর্বশেষ তিন মাসে অর্থ্যাৎ চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত সময়ে কোটিপতি বেড়েছে ৩ হাজার ৪১৩ জন। ব্যাংকে টাকা জমা রেখেছেন এমন ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। তবে ব্যাংকে আমানত রাখেন না, দেশে এমন কোটিপতির সংখ্যা কত? তার কোনো পরিসংখ্যান নেই।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‘মানুষের আয় বাড়ছে, রেমিট্যান্স বাড়ছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়ছে। ফলে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যাও বাড়ছে।’
মহামারি করোনকালীন সময়ে মানুষের আয় কমলেও গত মার্চ থেকে জুন পর্যন্ত সময়ে কোটিপতি আমানতকারীর সংখ্যা বাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনাকালীন সময়ে গত মে, জুন ও জুলাই মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। ফলে কোটিপতি আমানতকারীর সংখ্যাও বেড়েছে।’
অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, ‘এই অর্থটা পাচার না হয়ে ব্যাংকে জমা হচ্ছে এটা খুবই আশাব্যাঞ্জক। তবে সবচেয়ে বড় কথা হলো, কোটিপতি আমানতকারী বাড়ার মাধ্যমে দেশে আয়ের বৈষম্য সৃষ্টি হচ্ছে এবং তা দিনদিন বাড়ছে বলেই মনে হচ্ছে।’
এ ব্যাপারে মির্জা আজিজ বলেন, ‘কোটিপতি আমানতকারীর সংখ্যা বাড়াটা যেমন ইতিবাচক তেমনি আয়ের বৈষম্য বেড়ে যাওয়াটা একটা নেতিবাচক। আবার করোনার সময়েও দেশে কোটিপতি আমানতকারী বেড়েছে তাতে বোঝা যায় এই সময়েও একটি শ্রেণির আয় বেড়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













