থার্ডপার্টি ইন্স্যুরেন্স বিধান বিলোপের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের বরাবর চিঠি দিয়েছেন বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন।
গত ৯ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি প্রেরণ করা হয়।
চিঠিতে উল্লেখ রয়েছে, উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, মাননীয় প্রধানমন্ত্রী বীমা দিবসের অনুষ্ঠানে তার বক্তিতায় মোটর যান আইনের আওতাধীন মোটর গাড়ীর থার্ডপার্টি ইলুরেন্সের বিধান বিলোপ করার বিষয় উল্লেখ করেছিলেন। কারণ মোটর গাড়ী দূর্ঘটনায় পতিত হলে এই ইন্স্যুরেন্সের বিপরীতে গাড়ী, যাত্রী এবং গাড়ী চালক এর ক্ষতি হলে বীমা গ্রহীতা কোন ক্ষতিপূরণ পান না। শুধুমাত্র গাড়ীর মালিক গাড়ীটিকে রোডেবল এবং পুলিশী মামলা করা থেকে রেহাই পাওয়ার জন্য নামমাত্র প্রিমিয়াম প্রদান সাপেক্ষে কোন নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী থেকে এ ধরনের বীমা ঝুঁকি গ্রহন করে থাকেন। থার্ডপাটি ইলুরেন্সের বিধান থাকার ফলে পুরনো গাড়ীর সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে অপরদিকে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। ইতোপূর্বে ইস্যুরেন্স এর বিধান বিলোপ করার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবের নিকট পত্র প্রেরণ করা হয়েছিল যা আপনার সদয় অবগতির জন্য সংযুক্ত করা হলো।
এমতাবস্থায় বীমা গ্রহীতা, যাত্রী এবং গাড়ী চালকের ক্ষতিপূরন প্রাপ্তি এবং সরকারের রাজস্ব বৃদ্ধির স্বার্থে থার্ডপার্টি ইস্যুরেন্স এর বিধান বিলোপ করার জন্য আপনার একান্ত সহযোগিতা এবং হস্তক্ষেপ কামনা করছি।
সানবিডি/এসআই/১৬.৩৪/২৫/৯/২০