সাত হাজার কর্মী ছাঁটাই করছে তোশিবা
আপডেট: ২০১৫-১২-১৬ ১২:০০:০০
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রযুক্তি বাজারে প্রত্যাশা অনুযায়ী মুনাফা আয়ে ব্যর্থ হয়ে প্রতিষ্ঠান ঢেলে সাজাতে কাজ করছে জাপানভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি তোশিবা। এর অংশ হিসেবে ছয় থেকে সাত হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা হচ্ছে। জাপানের বিজনেস ডেইলি নিক্কেইর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়।
জানা গেছে, কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি টোকিওর কারখানায় কার্যক্রম হ্রাসে কাজ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির এ কারখানা থেকে টেলিভিশন ও পার্সোনাল কম্পিউটার তৈরি করা হয়।
নিক্কেইর প্রতিবেদন অনুযায়ী, এ কারখানা থেকে টেলিভিশন উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ করা হতে পারে।
গত জুলাইয়ে অর্থ কেলেঙ্কারির জেরে তোশিবার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) বেশ কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেন। মূলত এর পর থেকেই দিকভ্রষ্ট হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। হারানো ইমেজ ফিরে পেতে এখন প্রতিষ্ঠানটি নানামুখী তৎপরতা চালাচ্ছে।
সানবিডি/ঢাকা/রাঅা