পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মধ্যে একটি বৈঠক আজ রোববার দুপুরে অনুষ্ঠিত হবে। এ জন্য ডিএসই ও সিএসইর পরিচালনা পর্ষদকে কমিশনে ডাকা হয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পুঁজিবাজার সার্বিক অবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হবে। বিশেষ করে ডিএসইর ওয়েবসাইটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে।