বিজয়ের সাজে ঢাকা
প্রকাশ: ২০১৫-১২-১৬ ১২:২৩:১০
৪৫তম বিজয় দিবস উদযাপন করতে রাজধানী সেজেছে বর্ণিল সাজে। রাজধানীর বিভিন্ন সড়ক, সড়ক দ্বীপ ও ভবনে শোভা পাচ্ছে আলোকসজ্জা। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি-বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান সাজানো হয়েছে লাল-সবুজের আলোকসজ্জায়। এছাড়া বিজয় উৎসবকে স্মরণ করে টিএসসিতে ওড়ানো হয়েছে ফানুসও।
রাজধানীর বড় বড় স্থাপনাগুলোতে চোখ ধাঁধানো আলোকসজ্জা শোভা পাচ্ছিলো। পুরো রাজধানীকে মনে হচ্ছিলো একখণ্ড লাল সবুজের পতাকা।
বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, বাংলাদেশ ব্যাংকসহ উল্লেখযোগ্য স্থাপনাগুলোতে চোখ বর্ণিল আলোয় ভরে উঠে। সরকারি, আধা সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লাল, নীল রংয়ের বর্ণিল বাতি জ্বালানো হয়েছে। এসব আলোকসজ্জায় জাতীয় পতাকার রং ও জাতীয় স্মৃতিসৌধ ফুটিয়ে তোলা হয়েছে।
এছাড়া রাজধানীর এয়ারপোর্ট, উত্তরা, শাহবাগ, মৎসভবন, হাইকোর্ট ও প্রেসক্লাবসহ বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পতাকার পাশাপাশি আলোকসজ্জা করা হয়েছে। রাস্তায় চলাচল করা অধিকাংশ যানবাহনে লাগানো হয়েছে জাতীয় পতাকা।
বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে নগরীতে তৈরি করা হয়েছে অনেক তোরণ। লাগানো হয়েছে রং বেরঙ্গের ব্যানার, ফেস্টুন। ঢাকার এ নতুন সাজ যেন বিজয় দিবসের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
সানবিডি/ঢাকা/রাআ