ফুটবলেও জিদানের সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৭ ১৬:৩৫:১৮

ফুটবলেও সেঞ্চুরি করলেন রিয়াল মাদ্রিদের কোচ ও বিশ্বকাপজয়ী ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের নতুন মৌসুমে শনিবার রাতে রিয়াল বেটিসের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।
আর ওই জয়ে কোচ হিসেবে লা লিগায় দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন জিনেদিন জিদান। স্পেনের শীর্ষ লিগে কোচ হিসেবে ১০০তম জয়ের দেখা পেয়েছেন তিনি।
কোচ হিসাবে লা লিগায় ১৪৭টি ম্যাচে গিয়ে এই মাইলফলক স্পর্শ করেছেন জিদান।
সে হিসাবে লিগ জয়ের সংখ্যায় জিদান রিয়ালের দ্বিতীয় সফল কোচ। প্রথম স্থানটি প্রয়াত কোচ মিগুয়েল মুনোসের। তিনি ২৫৭টি ম্যাচে জয় এনে দিয়েছিলেন।
কোচের দায়িত্ব পালন করে রিয়ালকে তিনবার চ্যাম্পিয়নস লিগ ও দু’বার লা লিগাসহ অনেক শিরোপা জেতান।
সানবিডি/নাজমুল/০৪:৩5/২৭.০৯.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












