বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা (এটর্নি জেনারেল) মাহবুবে আলম রোববার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির ….. রাজিউন)৷
মরহুম মাহবুবে আলম ২০০৫ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের মে মাস পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন৷ সরকারের একজন প্রথিত যশা আইন কর্মকর্তা হিসেবে ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা/পরিচালকদের হাতে এককভাবে কমপক্ষে ২% এবং সম্মিলিতভাবে ৩০% শেয়ার ধারনের বিষয়ে মামলায় তার ভূমিকা ছিল অতুলনীয় ও প্রসংশনীয়৷
তার মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সানবিডি/এসকেএস/১৫:৪৭/২৮/৯/২০