শ্রদ্ধাঞ্জলি দিতে এসে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ
আপডেট: ২০১৫-১২-১৬ ১৬:৩১:১৩
শিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে বিজয় দিবস উপলক্ষে ফুল দিতে এসে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও শিবির।
বুধবার সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এসে পৌঁছেছে। এ ঘটনায় শিবিরের গুলিতে ছাত্রলীগের দুই নেতাকর্মী আহত হয়েছে বলেও দাবি ছাত্রলীগের।
চট্টগ্রাম সরকারি কলেজে পুলিশ-শিবির ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ছাত্রলীগ ও শিবিরের ১১জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি।
কেতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ফুল দিতে গিয়ে উভয়পক্ষ প্রথমে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। পরে ধাওয়া পাল্টাধাওয়া এবং গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশ-ছাত্রলীগ ও শিবিরের মাঝে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।
এদিকে, সংঘর্ষে শিবির ও ছাত্রলীগের কমপক্ষে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পুলিশ আহতের সংখ্যা নিশ্চিত করেনি। সংঘর্ষে এ পর্যন্ত কাউকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি।
সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে এবং চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাস থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ ব্যাপক অভিযানের প্রস্তুতি নিয়েছে। যে কোনো মুহূর্তে চট্টগ্রাম কলেজে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।