চামড়া শিল্প তত্ত্বাবধায়ন করার জন্য একটা এজেন্সি করা দরকার বলে মন্তব্য করেছেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মানজুর। তিনি বলেন, একটা এজেন্সি যদি এই শিল্পকে দেখভালের দায়িত্ব নেয় তাহলে চামড়া শিল্পের মান বৃদ্ধি পাবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) "ফিউচার অব বাংলাদেশ লেদার সেক্টর ইন দ্যা আফটারম্যাথ অফ কোভিড-১৯" শীর্ষক এক ওয়েবিনারের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অর্থনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ওয়েবিনারটি আয়োজন করে।
তিনি বলেন, চামড়া শিল্পের ইতিবাচক যে মার্কেটিং হওয়া দরকার ছিলো আমাদের দেশে তা হয় নাই। এছাড়া আমাদের প্রতিবছর এক্সপোর্ট ট্যাক্স কমানো বাড়ানো হয়; এটা নির্দিষ্ট হওয়া দরকার। অন্তত ৫ বছরের জন্য এই ট্যাক্স রেট নির্দিষ্ট করতে হবে।
তিনি আরও বলেন, চামড়া শিল্পের সাথে জড়িতরা যদি তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সামনে এগিয়ে যায় তাহলে এই সেক্টর আগানোর সুযোগ অনেক।
বর্তমানে চামড়া শিল্পের দূরবস্থার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমাদের মেনে নিতে হবে করোনাভাইরাস পরিস্থিতিতে সারা বিশ্বের মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। এই অবস্থায় ব্যাগ, জুতাসহ আনুষঙ্গিক পণ্য যা নিত্য প্রয়োজনীয় না, তা মানুষ কিনবে না। কারণ সবাই এসব খাতে খরচ না করে সঞ্চয় করছে। কারণ তার কাজ হারানোর ভয় রয়েছে। সব কিছু মিলেই এই শিল্পে কিছুটা বিপর্যয় নেমে এসেছে।
তবে চীনের সাথে সম্প্রতি বাংলাদেশের বাণিজ্য নিয়ে যে চুক্তি হয়েছে তা বাস্তবায়ন হলে বাংলাদেশের চামড়া শিল্প অনেক ভালো ব্যবসা করতে পারবে।
ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও সাংসদ সালমান ফজলুর রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন র্যাপিড অ্যান্ড ডিরেক্টর, পিআরআই এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক ও র্যাপিডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আবু ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. জাফর উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন দ্যা এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ।
সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি সাইফুল ইসলাম দিলাল।