প্রতি বছরের ন্যায় এবছরও পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগামী ৫-১১ অক্টোবর ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২০’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে । এ লক্ষ্যে বিএসইসি বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহম্মদ রেজাউল করিম।
জানা যায়, আগামী ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিনিয়োগকারীদের সুরক্ষা: ব্যবসায় এবং সম্পর্কিত প্রকাশগুলিতে কোভিন-১৯ এর প্রভাবের উপর ইনভেস্টর উইক পালন করা হবে। এই সময়ে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
সানবিডি/এসকেএস/১৬:০৮/৩০/৯/২০