সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানির পৌনে ৪৪ কোটি ৭৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৫৩ লাখ ৭১ হাজার ৫২৬টি শেয়ার ৮৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪৪ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৫০ লাখ ৩২ হাজার টাকার সিটি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪৪ লাখ টাকার এনসিসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়ছে।
এছাড়া ওয়ালটনের ৪৯ লাখ ৬ হাজার টাকার, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪৭ হাজার টাকার, সামিট পাওয়ারের ২ কোটি ৮ লাখ টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৬ লাখ টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩৫ হাজার টাকার, এসকে ট্রিমসের ৬৮ লাখ ৮৪ হাজার টাকার, রূপালী ইন্স্যুন্সের ৭ লাখ ১১ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২ কোটি ২৮ লাখ ৫১ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৬ লাখ ১৭ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬৯ লাখ ৫০ হাজার টাকার, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৯০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ লাখ ৭৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৮ লাখ ৫৩ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪৭ লাখ ৪০ হাজার টাকার, মাইডাস ফাইন্যান্সের ৫ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৩৩ লাখ ৯৫ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ২৩ লাখ ১০ হাজার টাকার, ফাইন ফুডসের ৩ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকার, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৬ লাখ ২৪ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ২ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১০ লাখ ২০ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ৩৬ লাখ টাকার, ডিবিএইচের ৬০ লাখ ১৯ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৩৬ লাখ ৯ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৮ লাখ ৯ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ১৪ লাখ ৩৮ হাজার টাকার, বেক্সিমকোর ২০ লাখ ৩২ হাজার টাকার এবং ব্যাংক এশিয়ার ১ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সানবিডি/এসকেএস/১৬:৫৯/৩০/৯/২০