বাংলাদেশ পর্যটন করপোরেশনের নবনির্মিত প্রধান কার্যালয় ‘পর্যটন ভবন’ বৃহস্পতিবার (১ অক্টোবর) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভবনের শুভ উদ্বোধন করবেন তিনি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।
এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ে ১৩ তলা বিশিষ্ট এ ভবনটির নির্মাণ কাজ শেষ হয় ৩০ জুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের স্থায়ী কার্যালয় ‘পর্যটন ভবন’ নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০১০ সালে আগারগাঁও প্রশাসনিক এলাকায় প্রয়োজনীয় জমি সংগ্রহের নির্দেশনা দেন। ২০১১ সালের ১৭ আগস্ট আগারগাঁও প্রশাসনিক এলাকায় ৩৪ কাঠা জমি বরাদ্দ পেলেও জমিটি নিচু হওয়ায় পরিবর্তন করা হয়। এরপর সংস্থার নিজস্ব তহবিল হতে এক কোটি এক লাখ একাশি হাজার আটশ’ আঠারো টাকা মূল্যে গণপূর্তের কাছ থেকে ২০১৪ সালের ৫ নভেম্বর ২০ কাঠা জমি বরাদ্দ পায়। ই-৫ সি/১ আগারগাঁও, শেরে বাংলানগর, প্রশাসনিক এলাকায় পর্যটন ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পটি এডিপি’র অর্থায়নে বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়। প্রকল্প ব্যয় ৭৯.০১২৫ কোটি টাকা। উক্ত ব্যয়ের মধ্যে সংস্থাটির নিজস্ব অর্থায়ন ৭.৯০ কোটি টাকা। পর্যটন ভবন প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদকাল ছিল জুলাই ২০১৭-জুন ২০২০ পর্যন্ত।
সানবিডি/এনজে/৫:৪৫/৩০.০৯.২০২০