শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মী আটক
আপডেট: ২০১৫-১২-১৬ ১৮:৫২:২৪
শিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের বিজয় র্যালীতে শিবিরের হামলার ঘটনায় কলেজ ক্যাম্পাসে অভিযান চালিয়ে শিবিরের অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুুধবার দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, ‘ছাত্রলীগের বিজয় র্যালীতে হামলার ঘটনায় চট্টগ্রাম কলেজ এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়েছে।’ তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, এ সংখ্যা প্রায় ৭৮ জনের কাছাকাছি।
এরআগে বেলা সাড়ে ১২টার দিকে মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলী দিতে এসে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও শিবির। ছাত্রলীগের বিজয় র্যালীতে শিবিরের হামলায় দুই ছাত্রলীগকর্মী গুলিব্ধি হওয়ার খবর পাওয়া গেছে। শিবিরের হামলার খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পুরো চকবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। একপর্যায়ে পুলিশের সর্তক অবস্থানের পরও চট্টগ্রাম কলেজের একটি ফটক ভেঙে মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে হামলাকারীদের খোঁজ করছে ছাত্রলীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের নেতাকর্মীরা বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে ফুল দিতে যায়। এসময় তারা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে করে বিজয় র্যালী বের করে। ছাত্রলীগের এই র্যালীতে শিবিরের নেতাকর্মীরা হামলা চালায় ।এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে শিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ছাত্রলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
এখবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে পাল্টা হামলার চেষ্টা চালায়। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা সিরাজদৌল্লাহ সড়ক ও চট্টগ্রাম কলেজ রোড অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। একই সময়ে কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয় শিবিরের নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশের বাধা পেরিয়ে কলেজের একটি ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে হামলাকারী শিবির ক্যাডারদের খোঁজ করে ছাত্রলীগ। পরিস্থিতি মোকাবেলায় কলেজ ক্যাম্পাস ও সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।