আইপিএলে হারের পরিসংখ্যানে সবার ওপরে উথাপ্পা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০২ ১০:৫৪:৫০

আইপিএলে তিনটি ম্যাচে এখনও ব্যাটে রান নেই ‘রাজস্থান রয়্যালসের রবিন উথাপ্পার’। কলকাতার বিরুদ্ধে ৭ বলে করলেন ২ রান। এরই মাঝে আবার লজ্জার রেকর্ড গড়েছেন রবিন।
গত বুধবার সংযুক্ত আরব আমিরাতে কেকেআরের কাছে ৩৭ রানে হেরেছে রাজস্থান রয়্যালস। আর তাতেই নিজের নামের পাশে বসে গেল আইপিএলে ৯১তম হারটি। আইপিএলে হারের পরিসংখ্যানে সবার ওপরে এখন রবিন উথাপ্পা।
রবিন উথাপ্পার পরেই রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি। আইপিএলে তিনি হেরেছেন ৯০টি ম্যাচ। উথাপ্পা-কোহলির পরেই তিন নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দীনেশ কার্তিক। তিনি আইপিএলে ৮৭ ম্যাচে হেরেছেন।
সানবিডি/নাজমুল/১০:৫৪/০২.১০.০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












