
কাইরন পোলার্ড আর হার্দিক পান্ডিয়ার পেশি শক্তিতে পাঞ্জাবকে ১৯২ রানের টার্গেট দেয় মুম্বাই ইন্ডিয়ান।
মুম্বাইয়ের শেষ ৫ ওভারে যোগ করেছে ৮৯। প্রতি ওভারে ১৭.৮০ করে!
অথচ ১৫তম ওভারের সময় মুম্বাইয়ের রান ছিল ১০২। ক্রিকেটপ্রেমীদের মতে এটিই টি-টোয়েন্টির চরিত্র।
বৃহস্পতিবার রাতে আবুধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে কুইন্টন ডি ককের উইকেট হারায় মুম্বাই।
জিমি নিশাম (৭), সরফরাজ খান (৭), কে গৌতম (২২) ও রবি বিষনোই (১) রান করলে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস। অবশেষে ৪৮ রানে জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান।
সানবিডি/নাজমুল/১২:২৫/০২.১০.০২০