বাফুফে নির্বাচনে পরিবর্তনের সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-১০-০২ ২১:৩৩:৫৭


বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচাইতে আলোচিত বিষয় ছিল এ নির্বাচন। নেতৃত্বে আগামী ৪ বছরের জন্য কাদের দেখা মিলবে। সে অপেক্ষা আর বেশি নয়। রাত পহালেই মিলে যাবে সকল হিসেব। এবারের নির্বাচনে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ও সদস্যসহ মোট ২১ টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৭জন প্রার্থী।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শনিবার দুপুর ২টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগামী চার বছরের জন্য ১৩৯ জন কাউন্সিলর তাদের নির্বাচিত প্রতিনিধি ঠিক করবেন।

সভাপতি পদে সালাউদ্দিনের বিপক্ষে লড়বে শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়। গত ১২ বছর বাফুফের সহসভাপতির দায়িত্ব পালন করা বাদল রায় শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করার ঘোষণা দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে নাম প্রত্যাহার না করায় ভোটের ব্যালটে নাম থাকবে বাদল রায়ের। তবে আবারো আলোচনায় আসছে বাদল রায়। ভোটের দিন লড়াই করবে নিরবে। কারন পরিবর্তন যে খুবই প্রয়োজন।

করোনাভাইরাসের প্রভাবে বাফুফে নির্বাচনে থাকতে পারছেন না ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কোনো প্রতিনিধি। তাই নির্বাচন পর্যবেক্ষণের জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) যুগ্ম সচিব তৌহিদুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়। নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করবে এই সেল।

তবে এবারের নির্বাচনে মোড় নিতে পারে বলে বাংলাদেশের ফুটবল সমর্থকেরা ধারণা করছে। নির্বাচনের প্রার্থী বাছাইয়ের মূল চাবিকাঠি জেলা ও বিভাগীয় ফুটবল সংস্থার কাছে। ১৩৯টি ভোটের ৭২ ভোটই তাদের দখলে। সেখানে রাজধানীর ক্লাবগুলো ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভোট ছয়টি। শিক্ষাবোর্ডের ভোট রয়েছে পাঁচটি। বাকি একটি করে ভোট ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন, রেফারিজ অ্যাসোসিয়েশন এবং মহিলা ক্রীড়া সংস্থার। তাই বাফুফের চেয়ারে কে বসবেন সেটা নির্ধারণের মূল ভূমিকা রাখবে জেলা ও ফুটবল অ্যাসোসিয়েশন।

সানবিডি/নাজমুল.০৯:৩2/০২.১০.২০২০